স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নতুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার বিকালে ধুনট-সারিয়াকান্দি সড়কের জোড়শিমুল বাজার পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা কাস্তে হাতে রাস্তার দুই পাশের জঙ্গল পরিস্কার করেন জনসাধারণের চলাচলের সুবিধার্থে।
প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী লাবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শিপুন, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওহাব, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর আলম, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, ভুট্টু, লোকমান, আব্দুল আলিম, বাদল, মহিদুল ইসলাম, সাগর, চিকাশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদিক শাহ আলম, সমবায় দলের সভাপতি নাঈমুল ইসলাম নাঈম,, তাঁতী দলের সভাপতি লিয়াকত আলী সাধারণ সম্পাদক দুলাল ও ছাত্র দলের নেতা মোহাম্মদ বিপ্লবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।