স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
‘‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহেল কাফি, উপজেলা সহকারী মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, মথুরাপুর উলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মুকুল হাওয়ালদার প্রমূখ।