
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বগুড়ার ধুনট উপজেলার দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। তারা হলো চৌকিবাড়ী ইউনিয়নের বিশ^হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মিকদাদ মেহমেদ সায়িক ও একই শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া ফারিহা সিনহা। তাদের মধ্যে মিকদাদ মেহমেদ সায়িক জাতীয় পর্যায়ে অংক (দৌড়) বিভাগে দ্বিতীয় এবং তাসনিয়া ফারিহা সিনহা কুইজ (গণিত) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
তাদের এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সোমবার (১৮ আগস্ট) রাজশাহীতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁদের হাতে সনদপত্র, মেডেল ও নগদ ২৫ হাজার টাকার চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মো: সানাউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া সহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা অফিসারবৃন্দ।
বিজয়ী শিক্ষার্থীরা জানায়, তাদের এই কৃতিত্ব পুরো উপজেলাবাসীর। এজন্য তারা তাদের বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমরুল কায়েস খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ওই প্রধান শিক্ষককে পুনরায় বিশ^হরিগাছা প্রাথমিক বিদ্যালয়ে বদলির দাবি জানিয়েছে।