স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় ওহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে এবং তিনি ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতির পদে রয়েছেন।
থানাসূত্রে জানাযায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন যুবলীগ নেতা ওহিদুল ইসলাম। শুক্রবার তিনি এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।