স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সোহেল রানা (৪০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবক সোহেল রানা ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সোহেল রানাকে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।