স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে সবুজ খান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।