
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের নেতৃত্বে এবং উপজেলা রিক্সা ও অটোভ্যান চালকদলের আয়োজনে পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টায় ধুনট হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা রিক্সা ও অটোভ্যান চালকদলের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে ধুনট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা রিক্সা ও অটোভ্যান চালকদলের আহ্বায়ক ফিরোজ খান দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাস নেতা নুরুন্নবী তালুকদার, আলমগীর হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসললা, সদস্য জাহাঙ্গীর আলম আজাদ, সদর ইউনিয়ন রিক্সা ও অটোভ্যান চালকদলের আহ্বায়ক সামছুল হক বাদশাহ প্রমূখ।