স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিষাক্ত ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম খাতুন কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং সে আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে বাড়ির সামনের ইছামতি নদীর জঙ্গলের পাশে খেলাধুলা করছিল মরিয়ম। এসময় জঙ্গলের ভিতর থেকে এক ঝাঁক বিষাক্ত ভিমরুল তাকে কামড়ে দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।