ধুনটে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে খুলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামী খলিলুর রহমান ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত ছবুর উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, সোমবার বিকালে ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া নামক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত গাঁজা ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।