ধুনটে স্বামীর বাড়ি থেকে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্বামীর বাড়ি থেকে চম্পা বেগম (৩৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মথুরাপুর ইউনিয়নের রামপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, চম্পা বেগমের স্বামী আল আমিন সাত বছর আগে মৃত্যু বরণ করেন। এরপরও দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন চম্পা বেগম। সোমবার সকালে স্বামীর বাড়ির নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ধুনট থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

এবিষয়ে নিহতের ভাই বেলাল হোসেন অভিযোগ করে বলেন, আমার বোন জামাইয়ের মৃত্যুর পর থেকেই তার শ্বশুরবাড়িতের লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তারাই তাকে হত্যা করে নিজ ঘরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি আমর বোনের হত্যার বিচার চাই।

তবে এবিষয়ে ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। # (ছবি