বগুড়ার শেরপুরের ইউএনও আশিক খানের বিদায় সংবর্ধনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) তার শেষ কর্মদিবসে প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন।

ইউএনও আশিক খান ২০২৪ সালের ৬ অক্টোবর ধুনট উপজেলা থেকে শেরপুর উপজেলায় যোগদান করেন। পেশাগত দায়িত্বপালনকালে তিনি প্রশাসিক দক্ষতা, জনসেবায় আন্তরিকতা এবং উন্নয়নমূলক কর্মকাÐের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা অর্জন করেছেন। সম্প্রতি তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করা হয়েছে।