
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ধুনট ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধুনটের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এজন্য তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবা নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহেল আল কাফি, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল হাসান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।