স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক চাঁন মিয়া আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গোয়াল ঘরে গরু রেখে কয়েল জ্বালিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর রাতে প্রতিবেশিদের চিৎকারের ঘুম ভেঙ্গে দিয়ে দেখেন তার গোয়াল ঘরে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেললেও তার দুটি গাভী ও একটি বাছুরের মৃত্যু হয়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট থানার এএসআই সেলিম শেখ এতথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে, গোয়াল ঘরে কয়েল থেকেই অগ্নিকাÐের সূত্রপাত ঘটেছে।