বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন সেনা সদস্য আহত,

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার বীরগ্রাম এলাকায় সড়ক দূর্ঘটনায় সেনাবাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছে। তন্মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত তাদেরকে হাসপাতালে প্রেরন করেন।

জানাগেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দ্যেশে ছেড়ে আসা ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে।

দূর্ঘটনায় ট্রাকে অবস্থানরত ১৩ জন সেনা সদস্য আহত হন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পরে তাদেরকে স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষনিক উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজন সেনা সদস্যকে গুরুতর অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার সেনানিবাসে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।