স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক এর উদ্যোগে এবং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাওলানা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজানুর ইসলাম খান রেজা, রেজাউল হক দুলাল, আব্দুল কাদের ও আব্দুল করিম মন্ডল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, কে. এম. ইকবাল কায়েস নয়ন ও মুফতি আশেকে এলাহী শিবলী।
উক্ত কর্মসূচিতে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামিম রেজা, জনসংযোগ ও ডোনার বিষয়ক সম্পাদক আবু জর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ (জিম), অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসলাম, ও সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন।
কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয় এবং রক্তদানে আগ্রহী নতুন সদস্যদের নিবন্ধন সম্পন্ন হয়। আয়োজকরা জানান, আল-ইহসান বøাড নেটওয়ার্ক ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম চালিয়ে যাবে।







