স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রেখে ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে ওই রাস্তাটি দ্রুত নির্মানের দাবিতে গোপালনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক মানুষ।
স্থানীয় এলাকাবাসী জানান, পাইকপাড়া থেকে ব্রহ্মগাছা বাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে ধুনট ও কাজিপুর উপজেলার প্রায় হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি প্রশস্তকরণের জন্য ২০২২ সালে তৎকালীন সরকার ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মান কাজ শুরু করে। কিন্তু রাস্তাটি নির্মান কাজ শুরুর পর থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন অনিয়ম করে আসছিল বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।
এদিকে গত কয়েক মাস আগে রাস্তাটির নির্মান কাজ হঠাৎ করেই বন্ধ করে ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ধুনট ও কাজিপুর উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষকে।
গোপালনগর ইউনিয়নের আজিজার রহমান জানান, রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় ২০২২ সালের ২৫ জুনে এবং কাজ শেষ করার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুনে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরা অবস্থায় রেখে গেছে রাস্তাটি। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আর একারনেই ক্ষুদ্ধ হয়ে রবিবার দুপুরে শতাধিক গ্রামবাসী রাস্তাটি দ্রুত নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী, ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।







