
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধুনট উপজেলার কান্তনগর চরপাড়া এলাকায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় এই নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলার দায়িত্বশীলা লাকি আক্তারের সভাপতিত্বে ও সহকারী রুহানি জান্নাত এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার আমির অধ্যাপক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কথা দিয়ে নয়, কাজ দিয়ে রাজনীতি করতে চায়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, কালেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আবুল কাসেম, কেন্দ্রীয় মজলিসের দায়িত্বশীলা ও আঞ্চলিক দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলার দায়িত্বশীলা ডাঃ মাসুদা করিম, জেলা কর্ম পরিষদ ও ধুনট উপজেলা শাখার কেয়ারটেকার নুরুন্নাহার সহ জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ। # (ছবি আছে)
১.ক্যাপশন:
ধুনটে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার আমির অধ্যাপক আমিনুল ইসলাম। -অনুসন্ধানবার্তা






