নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

জেমস আব্দুর রহিম রানা, যশোর : অনুসন্ধানবার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ শহীদ মো: ইকবালের নির্বাচনী এজেন্ট মো: নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া একই অভিযোগে মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডঃ গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।