নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় মিষ্টি নিয়ে নবজাতককে দেখতে যাওয়ায় বেয়াইকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম (৪২) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিলন (৪০)।
মামলাসূত্রে জানাগেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মিষ্টি নিয়ে নাতিকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪৬) সহ ৬ জনকে পিটিয়ে আহত করে তার বেয়াই বাদশা মিয়া ও তার লোকজন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেনের মৃত্যু হয়।
আরো পড়ুন- ধুনটে নারীর সঙ্গে ব্যবসায়ীর নগ্ন ছবি তুলে মুক্তিপন দাবি, রাতভর নির্যাতন
এঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে একই গ্রামের বেয়াই বাদশা মিয়া সহ ১৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, আলোচিত এই হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।