কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক অভিযানে গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯শে অক্টোবর) কাজিপুর উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামী আবু হাসেম (২৫), মিলন মিয়া (৩৪), রোকন শেখ (৩৫) ও গান্ধাইল মধ্যপাড়ার খায়রুল বাবু (২০) কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী নাটুয়ারপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আশরাফ আলী (৪৫) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।