শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ৩২ কিলোমিটার মহাসড়কের অংশে ও জেলার আঞ্চলিক সড়কগুলো দিয়ে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) বিকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে ঈদুল আযহা উপলক্ষে ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপদ ঈদ যাত্রা ও সরকারি নির্দেশনা মোতাবেক ভাড়া ও যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জনসচেতনতামূলক আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।
এসময় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদ, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই নূরে আলম সিদ্দিক, ট্রাফিক পুলিশের যোন টিআই মোশারফ হোসেন, সার্জেন্ট আজিজ, সুজন, থানা ও জেলা পুলিশের সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে জেলার ৩২ মাইল এলাকায় যাত্রীদের যাত্রা নিরাপদ করতে কাজ করছে জেলা পুলিশ। এসময় পুলিশ সুপার এই কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এর আগে তিনি জেলার মহাসড়কের অন্যান্য জনসমাগমপূর্ণ এলাকাগুলোতেও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন।