কাহালুতে পৃথকভাবে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার কাহালু উপজেলায় পৃথকভাবে কাহালু সদর ইউনিয়নে এবং নারহট্র ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গনে সদর ইউনিয়নের ১ হাজার ৩৬৩ জন দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, ইউপি সদস্য মিনিকা বেগম, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মাদ আলী, নবীন চন্দ্র প্রমূখ।

অপরদিকে কাহালুর নারহট্র ইউনিয়নে পৃথকভাবে ১ হাজার ৬৮৪ জন দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার আব্দুল মতিন সরকার, নারহট্র ইউ পি সচিব মো. সোয়াইব, ইউ পি সদস্য হাসনা হেনা পারুল, আঞ্জুয়ারা বেগম, রশিদা আকতার রছিলা, তোতা মিয়া সাহানা, আলহাজ্ব গোলাম রব্বানী, সহিদুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুল বারী, বেনু, চাঁন মিয়া ধলু সহ অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।