নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি রয়েছে। ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামীলীগ। তাই এখন থেকেই নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগ মনোনীত তৃতীয় বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ধুনট বাজারে গণসংযোগের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সদস্য রাজিবুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমানসহ দলীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে এমপি হাবিবর রহমান স্থানীয় ব্যবসায়ীসহ পথচারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খোঁজ খবর নেন।