নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের জেলানী (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওই কিশোরকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার শিশু আদালত-২ এ সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কিশোর মাদক ব্যবসায়ী আব্দুল কাদের জেলানী ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চালাপাড়া গ্রামের একটি বাড়িতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোর মাদক ব্যবসায়ী আব্দুল কাদের জেলানীকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ার শিশু আদালত-২ এ সোপর্দ করা হয়েছে।