নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় প্রয়াত এমপি আব্দুল মান্নান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে ধুনট উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে শিবগঞ্জ ফুটবল একাদশ জয়ী হয়েছে। শনিবার বিকালে সারিয়াকান্দি উপজেলার পাবলিক মাঠে ওই টুর্ণামেন্ট ওই অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের প্রয়াত এমপি আব্দুল মান্নানের পত্নী বর্তমান এমপি শাহাদারা মান্নান।
আরো পড়ুন- বগুড়া জেলা মহিলা আ’লীগের নেত্রীদের বিরুদ্ধে নানা অভিযোগ
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ সারিয়াকান্দি ও ধুনট উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নিয়মিত ভিডিও প্রতিবেদন দেখতে ‘অনুসন্ধানবার্তা’ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন..