নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট-কাজিপুর সড়কের পাশের জঙ্গল থেকে লিটন মাহমুদ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে কাজিপুর থানা পুলিশ মোটরসাইকেল আরোহী ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
নিহত লিটন মাহমুদ কাজিপুর উপজেলার বিলচল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ধুনট-কাজিপুর সড়কের হরিনাথপুর এলাকায় জঙ্গলের ভিভর মোটরসাইকেলসহ এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধুনট থানা পুলিশ ও কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো পড়ুন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন করা সম্ভব হবে: এমপি হাবিব
তবে কাজিপুরের সীমানা হওয়ায় কাজিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ধারনা করা হচ্ছে রবিবার রাতের কোন এক সময় ওই যুবকের মৃত্যু হয়েছে। এসময় লাশের পাশেই একটি মোটরসাইকেল পড়ে ছিল।
এব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।