হাসিবুর রহমান, চলনবিল প্রতিনিধি (নাটোর):
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকা থেকে ২১০ গ্রাম হেরোইনসহ কামাল উদ্দিন ওরফে কামাল পাশা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার নবগঙ্গা এলাকার বদিউজ্জামানের ছেলে।
নাটোর র্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টার দিকে সিংড়ার নিংগইন এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। সেই সময় রাজশাহী থেকে বগুড়াগামী মোটরসাইকেল আরোহী ওই আসামির জিন্সপ্যান্টের দুই পকেট থেকে হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার কামাল পাশা একজন পেশাদার মাদক ব্যবসায়ী দাবি করে তিনি জানান, এই ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।