সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন ৪০ জন পরিবারকে কোরবানির গরু উপহার দিয়েছেন।
শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর বন্তেঘরী গ্রামের কর্মহীন অসহায় গরীব ও দুঃস্থরা কুরবানীর গরু পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এসময় তারা বলেন, করোনাকালীন সময়ে আমাদের অভাবের সময়ে সমর্থ থাকলেও কোরবানি দিতে পারিনি। আমাদের শিবগঞ্জের গরীব বান্ধব মেয়র তৌহিদুর রহমান মানিক কোরবানির ব্যবস্থা করায় আমরা তার সুস্থ্যতা ও মঙ্গল কামনা করছি।
এ বিষয়ে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার নিজ এলাকার গরীব, দুঃখী মানুষের জন্য কোরবানির পশু উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এ ছাড়াও পৌর এলাকার প্রায় ৮০টি মসজিদের ঈমাম মোয়াজ্জেমদের প্রতি বছর ঈদের পরের দিন মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে আসছি। আগামীতে আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।