এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
লকডাউনের ২য় দিন শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত বগুড়ার কাহালু পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজার সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাহালু থানা পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাছুদুর রহমান।
লকডাউনের ২য় দিনে ভ্রাম্যমান আদালতে ১৭ টি মামলায় ১৭ ব্যক্তি ও ব্যবসায়ীর ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মাছুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রিদওয়ানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এস আই হাফিজুর রহমান, রেজাউল করিম সহ পুলিশ ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।