নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সারাদেশে একযোগে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, বিশ্বের কোথাও একসঙ্গে কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার নজির নেই। শুধু বাংলাদেশেই বছরের প্রথম দিনেই কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষিত জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন তার সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন।
রবিবার (০১ জানুয়ারি) ধুনট জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল আলিম মাদ্রাসা চত্বরে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর এমপি হাবিবর রহমান ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে পৃথক বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরীফুল ইসলাম খান প্রমূখ।