স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু বমগাড়া সরকারি খালে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইবরাহিম নামে এক কৃষককে হুমকি দেওয়া হয়েছে।
এবিষয়ে ওই কৃষক বাদী হয়ে অবৈধ বালু উত্তোলনকারী দুই জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, গত এক সপ্তাহ ধরে নিমগাছী ইউনিয়নের নাংলু বমগাড়া সরকারি খালে ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে পাশ^বর্তী এলাকায় বিক্রি করে আসছে। অব্যাহত বালু উত্তোলনের কারনে খালের তীরবর্তী শতাধিক বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
একারনে গত ১ জানুয়ারী কৃষক ইবরাহিম সহ স্থানীয় কৃষকেরা প্রতিবাদ করলে প্রভাবশালী বালু উত্তোলনকারী তাদেরকে ওপর হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক ইবরাহিম বাদী হয়ে বালু উত্তোলনকারী এই গ্রামের ইউসুফ আলী ও আঙ্গুর আলীর বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, বালু উত্তোলনের বিষয়টি ইউএনও সাহেব দেখবেন, তবে কৃষককে হমকি দেওয়ায় বিষয়টি থতিয়ে দেখা হবে।