এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস (কোভিড-১৯) রুগীদের চিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের জন্য উপজেলা সমাজসেবা অফিসের পক্ষে কেএন-৯৫ মাস্ক প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানার হাতে মাস্ক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এসময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকিয়া তাসনিম সহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ।