বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়া সদর আসন উপহার দিলে শেখ হাসিনা উন্নয়ন উপহার দিবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চান তার মনোনীত প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। তাই মানুষের মন জয় করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে আনতে হবে।
বুধবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা আ’লীগের উদ্যোগে সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বুধবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা আ’লীগের উদ্যোগে সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, আইনজীবি নেতা এ্যাড আব্দুল মতিন, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।
বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এড. নরেশ মুখার্জি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেন, ডিপ্লোমা প্রকৌশলী রাশেদুল হাসান শাহীন, কলেজ শিক্ষক পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ।