বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া সদর আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতারা। শুক্রবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, কাঠালতলা, থানা রোডসহ বিভিন্ন এলাকায় নৌকায় ভোট চেয়ে গনসংযোগ করা হয়।
এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা আহসান হাবীব বাধন,
জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এ কে এম এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মোকছেদুল ইসলাম মানিক, আবু বক্কর সিদ্দিকী স্বাধীন, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, বনি ছদর খুররম, আরিফুল হক বাপ্পী, দপ্তর মশিউর রহমান মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।