বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া সেনানিবাসে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১১ পদাতিক ডিভিশন বগুড়া গলফ ক্লাব মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ১৩০ জন প্রতিযোগি অংশ নেন। ক্লাবের সভাপতি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।