অনুসন্ধানবার্তা ডেস্ক :
পরকীয়া সন্দেহে স্ত্রীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার হত্যার পর থানায় হাজি হয়ে আত্মসমর্পণ করেছেন আরিফ মুন্সী নামে এক ঘাতক স্বামী।
বুধবার (২৮ জুলাই) ভোরে শরীয়তপুর সদর পৌরসভার বাসস্ট্যান্ডের পেছনের বাগিয়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম রাজিয়া সুলতানা মৌ। আর ঘাতক স্বামীর নাম আরিফ মুন্সী ফরিদপুর জেলার চান মিয়া মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে স্বামী আরিফ হোসেন তার স্ত্রী রাজিয়া সুলতানা মৌকে (২৮) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালং মডেল থানায় এসে পুলিশকে জানায়।
এরপর পুলিশ আরিফ মুন্সীকে আটক করে এবং ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মসমর্পণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে জানিয়েছে স্বামী। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।