বগুড়া প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ক্ষুধার্থ জনগণকে মেগা উন্নয়ন প্রকল্পের গল্প দিয়ে তৃপ্ত করা যাবে না। তারা আজ ক্ষুধার রাজ্যে, উন্নয়নের গল্প দিয়ে তাদের পেট ভরবে না। জনগণ ভালো না থাকলে কোন উন্নয়নই কাজে আসে না।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়া সংঘের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাটিডালি বন্দরে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া শহীদ জিয়া সংঘের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বিটু, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, বগুড়া জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক র্ফারমার রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব হাসান লিমন, ছাত্রদল নেতা আবু জাফর জেম্স, ওয়াদুদ, আলমগীর হোসেন প্রমুখ।