স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ র্শীষ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ১৫২ টাকা জব্দ করে র্যাব।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা র্যাব সদর দপ্তরের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও -বোয়ালিয়া থানাধীন -শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।