ধুনটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ফজর আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এঘটনায় সোমবার নিহতের ছেলে মনিরুজ্জামান মনির বাদী হয়ে প্রতিবেশি ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ফজর আলী ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নাগেশ^রগাতি এলাকার বাসিন্দা।

জানাগেছে, ধুনট উপজেলার নাগেশ্বরগাতি এলাকার ফজর আলী তার বাড়ির বাড়ির পাশে লেবু গাছের কয়েকটি ডাল ফেলে রাখেন। এসময় প্রতিবেশি মজিবর রহমান সেখানে প্রস্রাব করতে গেলে লেবু গাছের ডালে আঘাত পেয়ে তিনি ফজর আলীকে গালাগালি করতে থাকেন। তখন ফজলী আলী প্রতিউত্তর দিলে প্রতিক্ষরা তাকে এবং তার পরিবারকে বেদম মারধর করে।

পরে স্থানীয়রা বৃদ্ধ ফজর আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ফেব্রুয়ারী) বৃদ্ধ ফজর আলীর মৃত্যু হয়।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।