বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটায় বগুড়া শহীদ খোকন পার্কে ২১শে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শমসের আলী, সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, মোশারফ হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, এস.আলম, বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সজল, এহসান সাব্বির সোহাগ ও হায়দার আলী, বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিকদল নেতা আফজাল হোসেন, আল আমিন হোসেন, বকুল মিয়া, রাসেল, পুটু মিয়া, দিদার, মামুন, বাদল, হিটলু প্রমুখ।