স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তার নিজস্ব উদ্যোগে দত্তবাড়ী জেলা মহিলা ক্রীড়া সংস্থা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের জেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পি বেগম, মোছা: স্বপনা চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার বানু সুইটি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকছুদা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা, শান্তনা, আইভি আক্তার নুপুর, মাছুমা প্রমুখ।