স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের ১,২,৩নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪মার্চ) বিকালে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলটন আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন চৌকিবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক ময়নুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, যুবলীগ নেতা অমৃত কুমার লিটন ও রাশেদুজ্জামান সবুজ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মাসুদ রানা, সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান, ২নং ওয়ার্ডে সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল ইসলাম, ৩নং ওয়ার্ডে সভাপতি পদে সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমিন নির্বাচিত হয়েছেন।