বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে আরো ৮ জন মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘন্টায় জেলার তিনটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানুল হক নির্ঝর এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শামসুল হক (৬০), বগুড়া সদরের তাহমিনা খাতুন (৪৭), সারিয়াকান্দি উপজেলার রুবি বেগম (৫০), বগুড়া সদরের আঃ মতিন (৬০), কাহালু উপজেলার হাজেরা বেগম (৪৫), বগুড়া সদরের মইনুল ইসলাম (৭০), সোনাতলা উপজেলার মোজাহার আলী (৫৫), কাহালু উপজেলার লাইলী বেগম এবং সোনাতলার রফিকুল ইসলাম (৬৫)।
ডাঃ নির্ঝও আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৫৬৩ জন। এছাড়া এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭১৫ জন ।