বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া শহরে স্কুল বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভ্যানচালক আনিছার রহমান ( ৫২) বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। এই দুর্ঘটনায় বিএএফ শাহীন স্কুলের একটি বাস জব্দ করা হয়েছে। তবে চালক এবং হেলপার পলিয়ে গেছে।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. মজিবর রহমান জানান, সোমবার সকালে আনিছার রহমান আলুবোঝাই একটি অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পার্শ্বে থেকে মাটিডালী দিকে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমে পার হতে নেয়। সেসময় বগুড়া সাতমাথা এলাকা থেকে আসা বিএএফ শাহীন স্কুলের বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত হয়। দুর্ঘটনার পরেই স্থানীয় জনতা স্কুল বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত ভ্যানচালকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি এখন পুলিশ হেফাজতে রয়েছে।







