অনুসন্ধানবার্তা ডেস্ক:
এবার রমজানে কোনো ইফতার পার্টি না করে গরিবদেরকে টাকা ও খাদ্য দেয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা রমজানে ইফতার পার্টি করতাম। এবার রমজানে আমরা ইফতার পার্টির না করে সব টাকা ও খাদ্য সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণে কাজ করি।