আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যডঃ কেএম হোসেন আলী হাসান।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য।
সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট কাজিপুর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।