কাজিপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আফাজ উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।

নিহত আফাজ উদ্দিন (হুদা সরকার) পূর্ব মাজনাবাড়ী গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে। সে গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো। গত ৯ এপ্রিল সন্ধায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ১১ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

নিহতের ভাতিজা ও মামলার বাদী আব্দুল ওয়াজেদ জানান, তার চাচা আফাজ উদ্দিন এলাকায় পর উপকারী হিসেবে পরিচিত ছিলেন। আশপাশের গ্রামের বিভিন্ন পেশার শতাধিক মানুষের কাছে তিনি টাকা পেতেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ তার কাছে থেকে টাকা ধার নিতো।

গত ৭ এপ্রিল ইফতার শেষে বাড়ি থেকে বের হওয়ায় পর আর ফিরেননি, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেয় হয়। গত ৯ এপ্রিল সন্ধায় গ্রামের পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ বের হচ্ছে সূত্রে লাশ খুঁজে পাওয়া যায়। পরে লাশ সনাক্ত করা হয়। শরীরে আঘাতের চিহ্ন ছিলো। পুরো শরীর এসিডে ঝলসে দিয়েছে মনে হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এবিষয়ে কাজিপুর থানা ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে শরীরে পচন ধরায় বড় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। এবিষয়ে তদন্ত করা হচ্ছে এবং অসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।