স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশা জানান, ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যাওয়ার কারনে পুলিশ নাশকতার অভিযোগ এনে ধুনট উপজেলা বিএনপির আহবায়ক তৌহিদুল আলম মামুন সহ ৫৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন।
বিএনপি নেতা আবুল মনছুর পাশা আরো বলেন, সরকার বিরোধী দলকে দমন করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এপর্যন্ত তৌহিদুল আলম মামুন ও তাকে সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ২৭টির মতো মামলা দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তৌহিদুল আলম মামুনের আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান জানান, পুলিশের দায়েরকৃত মামলায় রবিবার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।