ইয়াছিন আবদুল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অপু উকিল।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কালীমন্দিরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে ফজলুল হক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে মতবিনিময়কালে সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিএনপি জামায়াতের চোখে এসব পড়েনা। পদ্মা সেতু নিয়ে জামায়াত বিএনপি কত মিথ্যাচার করেছিল সেই মিথ্যার মুখে ছাই চাপা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন তিনিই পারেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন।
এমপি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করব। প্রিয় নেত্রী যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব।’
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহ-সভাপতি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শিল্পী রানী মৃধা ও জি এম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম শোকর আলি, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, উপজেলা যুবলীগ নেতা আল মামুন লিটন প্রমূখ।