বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
রোববার (১ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া সদরের মাটিডালী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই গার্মেন্টস কর্মী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব কোরিয়া এলাকার বাসিন্দা এবং তিনি মওলানা ফ্যাশান লিমিটেড নামের একটি কোম্পানিতে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
বগুড়া সদর থানার এসআই শিশির কুমার চক্রবর্তী এতথ্য নিশ্চিত করে জানান, মাটিডালী মোড় হয়ে ডলফিন নামের একটি বাস শ্রমিক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এমন সময় আবু হাসান নামের এক যুবক রাস্তা পারাপারের সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরই বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।